মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলা মামলার পলাতক আসামী ফটিক আলী ও রসেল আলী নামের দুই জুয়াড়ীকে গ্রেফতার করেছে।
রবিবার মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে ফটিক আলী রাসেল আলীকে গ্রেফতার করে। আটক ফকিক আলি সদর উপজেলার শোলমারী গ্রামের বাদল আলীর ছেলে এবং রাসেল বশির আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, এস আই মোঃ হাবিবুর রহমান, এস আই সুলতান মাহমুদ ডিবি’র সদস্যরা মেহেরপুর সদর উপজেলার শোলমারী এলাকায় অভিযান চালান। আগের রাতে ডিবি পুলিশ জুয়া খেলার সময় ২ যুবককে আটক করলেও ফটিক রাসেল পালিয়ে যায়।