হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান কাজল এর নেতৃত্বে আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই মোঃ সাইফুল ইসলাম,এ এস আই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন ছোটবলদিয়া গ্রামস্তলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন ছোটবলদিয়া গ্রামস্তলে থেকে দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ এবং আটককৃত আসামিদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলোঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ছোট বলদিয়া গ্রামের মৃত: আলাউদ্দিন এর ছেলে মোঃ বাবুল (৩৭) ও একই গ্রামের মোঃ খোরশেদ আলীর ছেলে মোঃ মোকারম আলী (৩৪)
দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।