আসাদুজ্জামান তপু
বাংলাদেশ ক্রিকেটে সবথেকে হতভাগা ক্রিকেটারের নাম করলে সেখানে সর্বপ্রথম জায়গাটা হয়তো মেহেরপুরের কৃতিসন্তান ইমরুল কায়েস সাগরের। বাংলাদেশ ক্রিকেটের জন্য যে কিনা সব সময় ব্যাগ রাখেন গুছিয়ে যে এই বুঝি এলো দলে ডাক। তবে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে হতভাগ্যা ক্রিকেটার যে এই ইমরুল কায়েস সাগর।জাতীয় দলে বারবার ডাক পেয়েছেন বারবার পারফরম্যান্স করেছেন তার পরেও দল থেকে বাদ। কোন বার বাদ পড়েছেন সে বামহাতি বলে আবার কোন বার বাদ পড়েছেন পারফরম্যান্স খারাপের দোহাই দিয়ে।
তবে এখানেই হারিয়ে যেতে পারতেন ইমরুল কায়েস তবে তিনি হারিয়েছিলেন না নিজেকে তৈরি করেছিলেন আরো শক্তভাবে।তাইতো বাংলাদেশ ক্যাপ্টেন তামিম ইকবাল খান এর পছন্দের আড়াই বছর পর আবারও জাতীয় দলে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন ইমরুল কায়েস।তবে প্রথম দুই ওয়ানডের পড়লে সেখান থেকে বাদ পড়েন আবার ও ইমরুল কায়েস।
বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কিছু প্রশ্ন থাকতেই পারে???
বাংলাদেশ ক্রিকেটে ইমরুল কায়েসের প্রয়োজন কি একেবারে শেষ তাহলে???
যদি পারফরম্যান্সের জন্য বাদ পড়ে ইমরুল কায়েস তবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ের যে কোন ব্যাটিংয়ের সাথে শেষ 10 ম্যাচের রান হিসাব করা যাক সেখানে গিয়ে ইমরুল কায়েস???
তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার আশা জাগিয়েও কেন বাদ পড়ে ইমরুল কায়েস???