মেহেরপুর সদর উপজেলার বারাদীর চাঁদপুর গ্রামের জাহান বক্স এর ছেলে মোঃ রেজাউলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে লর্ড মার্কেটস্থ্য মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারটি। ভুক্তভোগীর পক্ষে জামাতা মোঃ ফজলুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, ‘আমার শাশুড়ি জমির মালিক সংসারের প্রয়োজনে দশ বছর আগে মোঃ রেজাউলের কাছে দশ বছরের জন্য জমি বন্দুক দেই। এবং দশ বছর পর আমি আমার শাশুড়ির পক্ষে মোঃ রেজাউলের কাছে জমি ফেরৎ চাইলে সে বলে এই জমির মালিক আমি। জমি ফেরৎ চাওয়ার কারণে অনেক ঝামেলা করে এবং সে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেই। পরে হুমকির কারণে আমি মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করি।
তখন সদর থানার ওসি আমাকে দাঁড় করিয়ে রেখে এ এস আই শাকিলকে বলে, এই চাচাদের জমির মিমাংসার দায়িত্ব দিলাম। উভয় পক্ষকে থানা নিয়ে এসে সুন্দর ভাবে বুঝিয়ে মিমাংসা করে দেবেন। এ এস আই শাকিল উপস্থিতি থেকে উভয় পক্ষের কথা বলার সুযোগ দিলে মোঃ রেজাউল বলে ১৫ দিনের মধ্যে ১৮ হাজার ৫ শ টাকা ফেরৎ দিলে আমি জমি ছেড়ে দেব। এ সিধান্ত উভয় পক্ষ মেনে মেনে নেয়। থানা থেকে চলে আমার পর রেজাউল বলে আমি এ বিচার মানিনা। তিনি আরও বলেন, এঘটনার পর আমি জামতে গিয়ে দেখি জমিতে লাগানো ধৌনচি গাছ রেজাউল কিটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
তিনি বলেন, এই অন্যায়ের বিচারের দাবিতে এখানে এসেছি। আমি এবং আমার পরিবার এর সুষ্ঠ বিচার চাই।’