নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন কুষ্টিয়া হয়ে মেহেরপুর থেকে সরকারি সফরে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে মেহেরপুরে পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী কুষ্টিয়া হয়ে মেহেরপুর পৌঁছান।শুক্রবার তিনি তার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পরদিন শনিবার সকালে চুয়াডাঙ্গায় বিজিবির একটি অনুষ্ঠানে যোগদানের জন্য রওনা হবেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পূর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় নবাগত পুলিশ সুপার রাফিউল আলম সেখানে উপস্থিত ছিলেন।