নিজস্ব প্রতিবেদক: ২০০৪ ইং সালের ১৫ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা হাসিনা আহত ও নিহত মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভী রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের স্মরণে মেহেরপুরের গাংনীতে আলােচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়ােজন করে। আয়ােজনে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক গোলাম মোস্তফা।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক এবং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর নবীরউদ্দীন, সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম ফারুক, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু।