মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া বাজারে ইজিবাইকের সাথে ধাক্কা জিনিয়া খাতুন (৮) নামের এক শিশু আহত হয়েছে। আহত জিনিয়া বাঁশবাড়িয়া গ্রামের জিনারুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা আহত জিনিয়াকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। স্থানীয়রা জানায় ইজিবাইক চালক বাচ্চাটি কি কে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, কর্মরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসা দেয়া জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।