মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩জনকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে গোলাম সারোয়ার (৪২), মৃত গোলাম রসুলের ছেলে শাহীন হোসেন (২৯),ঢাকার কদমতলী থানার মোহাম্মদ বাগ এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে মাহবুবুর রহমান (৫০)।
বুধবার ভোরের দিকে র্যাব-৬ (গাংনী) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া বাজারের অদূরে অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি টের পেয়ে গোলাম সারোয়ার,শাহীন ও মাহবুবুর পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
র্যাব-৬ (গাংনী) ক্যাম্প সূত্র জানায় আটককৃত ৩জনের কাছ থেকে কেজি গাঁজা,দেশীয় তৈরী ১টি রামদা, ১টি তরবারি,২টি মোবাইলফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। আটককৃতদের বুধবার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।