মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের (৭ নং) দেবীপুর ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্ব সম্মতিক্রমে রাজিব হাসানকে সভাপতি ও খোকন হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘােষণা করা হয়। বৃহস্পতিবার দেবিপুর গ্রামে কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি দেবিপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আত্তাহিম হােসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাথারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি- জিএস এবং ছাত্রনেতা তৈরীর কারিগর ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন শেখ, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি একরামুল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ। ,এসময় বক্তব্য রাখেন গাংনী পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু, গাংনী বিআর ডিবির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা, বামন্দী ইউনিয়ন কৃষক মলীগের আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক রুস্তম আলী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আজিজুল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা আবুল বাশার, আব্দুল মতিন,নুরুল ইসলাম রিন্টু, হেলাল উদ্দীন মাস্টার,গাংনী উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শহিদ আলী, আলফাজ মেম্বারসহ স্থানীয় আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষকলীগের অন্যতম নেতা ও কাজীপুর কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন।
previous post