বার্তা মেহেরপুরঃ
গাংনীর বামন্দী বাজার থেকে ৫বছরের সাজা প্রাপ্ত আসামী শিমুল আলিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বামন্দী বাজার থেকে আটক করা হয় শিমুল কে। আসামি শিমুল আলি বামন্দী নিশিপুর গ্রামের আহসান হাবিব এর ছেলে। ঘটনা সুত্রে জানা গেছে আসামি শিমুল ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিমুলের নামে জি আর – ৮০/২০ এই মামলায় ৫বছরের সাজা ও ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩মাসের কারাদণ্ড দেয়া হয়। এই ঘটনার তথ্যসূত্রে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এস আই আজয় কুমার কুন্ডু এ এস আই জসিম উদ্দিন কে সাথে নিয়ে গাংনী থানাধীন বামন্দী বাজার থেকে আসামী শিমুল কে আটক করেন।
ডিবি এস আয় আজয় কুমার কুন্ড বার্তা মেহেরপুর কে আরো জানান আসামী শিমুল এর নামে হত্যা, মাদক, মারামারি সহ ৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ছিল। যে কারণে দ্রুত বিচার মামলায় তার সাজা হয়েছে।