মেহেরপুর গাংনী উপজেলায় টিকা নিয়ে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিলন (১৪) নামের এক স্কুল ছাত্রের মিত্যু হয়েছে। নিহিত শিলন তেতুলবাড়ীয়া ইউনিয়নের সওড়াবাড়িয়া গ্রমের রাহাতুল্লার ছেলে ও হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র।
ঘটনার সুত্রে জানা যায় বুধবার সকালে শিলন সহ তার বন্ধুরা গাংনী পৈারসভা থেকে টিকা নিয়ে অটোতে করে বাড়ি যাওয়ার পথে অন্য একটি অটো এসে ধাক্কা মারলে শিলন আটো থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেয় তার মিত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গাংনীতে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণীর ছাত্র নিহত
previous post