১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ গাংনী উপজেলার খাসমহল গ্রামের হেকমত আলী মণ্ডলের ছেলে।
কুষ্টিয়ার একটি আদালত তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ ৭৮ হাজার টাকা জরিমানা করেন, ওই সময় থেকে সে পলাতক ছিল। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল খাসমহল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।