গাংনী অফিসঃ মেহেরপুরের গাংনী উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান লকডাউন বাস্তবায়ন ও সরকারি নির্দেশনা সহ স্বাস্থ্য বিধি মানাতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম,গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে তিনি প্রতিদিন করোনা মহামারী থেকে বাঁচাতে সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানার জন্য সকলকে সচেতন করছেন।
সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি গ্রামের চারচারা বাজারে,হিজলবাড়ীয়া গ্রামে,পশ্চিম মালশাদহ গ্রামের ৪ জন দোকান মালিকের জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
ভ্রম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। সরকারী লকডাউন না মেনে দোকান খোলার অপরাধে ৪ টি মামলায় ৪জনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক মোট ২০০০ টাকা অর্থদণ্ড করেন।
এসময় উপস্থিত ছিলেন,সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল অল্ডাম, সাংবাদিক লিটন মাহমুদ প্রমুখ।