কাজল মাহমুদঃ
মেহেরপুরের গাংনীতে বামন্দী ফায়ার সার্ভিস উদ্যোগে সাপ্তাহিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সন্ধানী স্কুল এন্ড কলেজ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার নেতৃত্ব দেন বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইসাহাক আলী বিশ্বাস ও টিম লিডার মহিউদ্দিন। মহড়ায় অগ্নিনির্বাপক সরঞ্জামের সাথে পরিচিতি ও ব্যবহার কৌশল প্রদর্শন করা হয়। এ সময় সন্ধানী স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক আবু জাফর, অধ্যক্ষ হাবিবুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।