মেহেরপরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক,ঢেউটিন ও কম্বল বিতরণ করা হয়েছে। অসুস্থ্য,অস্বচ্ছলদের অনুদানের চেক ও অসহায়দের মাঝে ঢেউটিন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে
মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
সংসদ মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ দলের নেতাকর্মীবৃন্দ।