মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে শরিফুল ইসলাম নামের এক প্রবাসীর ১৬০সিসি ১টি আরটিআর মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ শরিফুল মোমিনপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে। শরিফুল বর্তমান কর্মের তাগিদে প্রবাসে রয়েছেন।
সোমবার দিবাগত মধ্যেরাতে মোমিন পুর গ্রামে এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলামের বাবা নাহারুল ইসলাম জানান,আমার ছেলে কয়েক বছর যাবত বিদেশে থেকে আড়াই মাস আগে বাড়িতে এসেছিল। এবং একটি মোটরসাইকেলটি কিনে বাড়িতে রেখে আবারো বিদেশে চলে গেছে। সোমবার রাতে মোটরসাইকেলটি বাড়ির সিঁড়ি ঘরে রাখা ছিল। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মোটরসাইকেলটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। কারোর সাথে আমাদের পরিবারের কোন শক্রতা ছিলোনা। কে বা কারা কেন যে এমন ক্ষতি করলো বুঝে উঠতে পারছিনা।
গাংনী থানা সূত্র জানায়,এ বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।