মেহেরপুরের গাংনী বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিকসহ চার জন কে কুপিয়ে হত্যা চেষ্টা কারিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে আজ দুপুরে এক মানববন্ধনের আয়োজন করেছেন স্থানীয় ব্যবসায়িরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ অনেকে।