মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চিৎলা গ্রামে রিয়া খাতুন (২১) নামের এক নববধূ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নববধূ রিয়া চিৎলা গ্রামের মধ্যেপাড়ার বিপ্লব হােসেনের মেয়ে ও একই উপজেলার রায়পুর ইউনিয়নের বড় বামন্দী (কড়ুইগাছি-বামন্দী) গ্রামের রিপন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ঘরের সিলিংফ্যানের সাথে রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লােকজন। এসময় খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়। পরিবারের সবার অজান্তে রিয়া গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা বােঝা যায়নি।
রিয়ার বাবার পরিবার সূত্র জানায়,গত ৬ মাস আগে রিয়ার বিয়ে হয়েছিল। স্বামী-স্ত্রীর মনােমালিন্যের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানা সূত্র জানায়,রিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে, সেটা তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।