মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামে অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কাজীপুর পোষ্ট অফিস পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই পাড়ার আবু হোসেনের ছেলে সোনারুল ইসলাম ও প্রতিবেশী নবীছুদ্দীনের ছেলে দবির উদ্দীনের বাড়িতে অগ্নিকান্ডে ঘরে রাখা ধান-চাল,গম,মসুরসহ মালামাল পুড়ে ছাই হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে সোনারুলের বাড়ির বিদ্যুত লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একই ঘরে রাখা গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে। এসময় পুরো ঘরে আগুন লেগে ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এক পর্যায়ে ওই আগুন প্রতিবেশী দবির উদ্দীনের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বামন্দী ফায়ার স্টিশনের ইনচার্জ ইছাহাক আলী জানান খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই একটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। পার্শ্ববর্তি বাড়িতে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে এ মূহুর্তে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।