নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মেহেরপুর সিভিল সার্জন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যাঃ ৬০ (আরটিপিসিআর-১৮ টি, এন্টিজেন টেষ্ট-৩৮ টি, জীন এক্সপার্ট-৪ টি)
নতুন পজেটিভ-১০ টি। (আগামী কাল সমন্বয় করা হবে)
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৯৮।
(সদর-২২, গাংনী-৪৩, মুজিবনগর – ৩৩) জন।
মৃত্যু – ২৩ জন।
(সদর-১০, গাংনী- ১০, মুজিবনগর -৩)।
সুস্থ্য= ৮৭৯ জন।
[ সদর-৫০২, গাংনী -২৭৭, মুজিবনগর- ১০০]
ট্রান্সফার্ড- ৯৩ জন। (সদর- ৫৮, গাংনী-১৬ , মুজিবনগর -১৯)
সবাই কে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সিভিল সার্জন মেহেরপুর।