ডেস্ক রিপোর্ট:
গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে ৬ জন করোনা ভাইরাস আক্রান্ত। গত ২৪ মে ১৮ জন আক্রান্ত হলেও আজ তা তুলনা মূলক কম ।
মেহেরপুর সিভিল সার্জন এর নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা-২৮ টি।
নতুন পজেটিভ-৬
(সদর-০,গাংনী-৩, মুজিবনগর-৩)।
এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা = ৬৯৭৮ টি।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৫৬
(সদর-২৩, গাংনী-২২, মুজিবনগর – ১১) জন।
মৃত্যু – ২১ জন।
(সদর-১০, গাংনী- ৯, মুজিবনগর -২)।
সুস্থ্য= ৮৪২ জন।
[ সদর-৪৭৯, গাংনী -২৬৬, মুজিবনগর- ৯৭]
????ট্রান্সফার্ড- ৭৪ জন। (সদর- ৫২, গাংনী-১৫ , মুজিবনগর -৭)