নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত। গত এক সপ্তাহে থেকে (১৫ জুন ) আজ মেহেরপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। মেহেরপুর সিভিল সার্জন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নতুন প্রাপ্ত রিপোর্ট- এন্টিজেন-৫১/২০, জিন এক্সপার্ট-১৮/৭, পিসিআর ল্যাব-৬৪/১৫ মোট-১৩৩
নতুন পজেটিভ-৪২ টি (সদর-১২, গাংনী-২১, মুজিবনগর-৯)।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ২২৫।
(সদর-৫৯, গাংনী-৯৯, মুজিবনগর -৬৭) জন।
মৃত্যু – ২৭ জন।
(সদর-১০, গাংনী- ১১, মুজিবনগর -৬)।
সুস্থ্য= ৯৩৯ জন।
[ সদর-৫২৯, গাংনী -৩০৭, মুজিবনগর- ১০৩]
ট্রান্সফার্ড- ১০১ জন। (সদর- ৬১, গাংনী-১৬ , মুজিবনগর -২৪)
সবাই সামাজিক দূরত্ব মেনে নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রেখে মাস্ক ব্যাবহার করার আহ্বান জানান সিভিল সার্জন মেহেরপুর।
গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে আরও ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত
previous post