মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে ড. শহীদ শামশুজোহা নগর উদ্যানে ১ শ পাউন্ডের কেক কাটেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাফুজুর রহমান রিটন ও আতিথিরা।
এর আগে জেলা যুবলীগের উদ্যোগে ড. শহীদ শামশুজোহা নগর উদ্যানের স্থাপিত জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম. মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।