শরীফ মাহমুদ
কুমারখালী উপজেলা প্রশাসন করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় দোকান ও শোরুম খোলা রাখার দায়ে ১৫ টি মামলা এবং দোকান খোলা রাখাই ব্যবসায়ীদেরকে ২২,৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরায় ও স্বাস্থ্য বিধি মেনে না চলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। বুধবার ১৪ এপ্রিল সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এইসময় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান সাহেব সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। নিবার্হী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকারের নির্ধারিত ১৮ দফা দাবি বাস্তবায়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় লকডাউনের বিধিনিষেধ না মানায় সিঙ্গার শোরুম কে ২০০০। এছাড়া শহরের গণমোড় বাজার কাপুড়িয়া পট্টি সহ বিভিন্ন স্থানে মোট ২২হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।