সংগঠনটির কমিটি নবায়ন সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব।
শনিবারে ঘোষণা করা হয় নতুন নেতৃত্ব। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেহমান নতুন নেতার নাম ঘোষণা করেন। এই নতুন কমিটির মেয়াদ এক বছর। এ সম্মেলন শুরু হয় আজ শনিবার ইসলামী আন্দোলনের এ ছাত্র সংগঠনটির বাকি দায়িত্বে কারা আসছেন তা নিয়ে চলছে নানা আলোচনা।
সংগঠনটির সূত্রে জানা যায়, প্রতি বছরই ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় মেহমান প্রথম তিন (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সেক্রেটারি জেনারেল) জনের নাম ঘোষণা করেন। আমীর দলের উপদেষ্টা কমিটির সদস্য, ছাত্র আন্দোলনের কার্যনির্বাহী কমিটি ও শূরা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে এই তিনজনের নাম ঘোষণা করেন। এর পনেরো দিনের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের নেতৃত্বে কার্যনির্বাহী (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করা হবে।
ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বরত সভাপতি বলেন, প্রতি বছরই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ইসলামি ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। শুধু ছাত্রদের দিয়েই নতুন কমিটি গঠন করা হয়। মাদ্রাসা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতি বছরই নতুন কমিটির নেতৃত্বে আসেন।
তবে এবছর ২২ সেশনে এসে মেহেরপুর জেলা শাখার
সভাপতি দায়িত্ব পালন করবে ১) মোঃ ইবরাহিম খলিল
২) সহ-সভাপতিঃ
মোঃ তরিকুল ইসলাম
৩) ও সাধারণ সম্পাদক
মোঃ হামিম।