মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে নামফলক উম্মোচন করে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নাম ফলক উম্মোচন করে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। পরে সেখানে মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক লিনকন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।