শরিফ মাহমুদ
৩০ এপ্রিল ২০২১। কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সংযোগ সেতু সড়কের পাঁচটি পিলার বালু পরিবহনে ব্যবহার করা অবৈধ যান ট্রলির ধাক্কায় ভেঙে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দুটি ট্রলি প্রতিযোগিতা করতে গিয়ে এদুর্ঘটনা ঘটে।
এঘটনায় একটি ট্রলি আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটককৃত ট্রলিটির নাম শাকিল-শেফা।
শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক সজল বলেন,‘বালু নিতে হরিপুরের দিকে যাচ্ছিলাম। এসময় একজনকে সাইড দিতে গিয়ে এদুর্ঘটনা ঘটে। চাকা পিছলিয়ে ট্রলিটি সড়কে ডানপাশে চলে যায়। নিয়ন্ত্রণ করা যায়নি।’ তবে চালক হিসেবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারিনি।