আসাদুজ্জামান তপু
আবারও অবসর কাটিয়ে পাকিস্তান ক্রিকেট দলে ফিরছেন মোহাম্মদ আমির। এমনটাই আভাস পাওয়া যাচ্ছে জানিয়েছেন পিসিবি নিবার্হী কর্মকর্তা ওয়াসিম খান। খানেকটা পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি উপর রাগ করেই অবসরে যান মোহাম্মদ আমির, তবে এই ২৮ বছর বয়সী পেসারকে ফেরাতে মরিয়ে হয়ে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তাই মোহাম্মদ আমির এর সাথে যোগাযোগ করেই গণমাধ্যম কে এই কথা জায়ান পিসিবি নিবার্হী কর্মকর্তা ওয়াসিম খান। তিনি জানান খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেট দলের ফিরবেন মোহাম্মদ আমির।
তবে এই বিষয়ে আমির এখনো কোনো কথা বলেননি।